এই ব্লগে সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

কিভাবে পিসি দিয়ে এন্ড্রয়েড মোবাইল ফ্লাশ করবেন – টিউটরিয়াল

কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে বর্তমান প্রজন্মের মোবাইল ফোনের (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করা বা ফার্মওয়ার আপডেট করা এবং এ সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। যারা নূতন আলোচনা শুধু তাদের জন্যই। আর যারা প্রফেশনালি এই কাজ করেন তারা এই বিষয় গুলু জানেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

কিভাবে ফ্ল্যাশ করব তা জানার আগে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে চলুন জেনে নেয়া যাক
আমরা বাংলাদেশে সাধারণত যে এন্ড্রয়েড মোবাইল গুলু ব্যাবহার করে থাকি ( যেমনঃ Symphony, Walton, Gfive, micromax, maximus ইত্যাদি) সেগুলু প্রধানত দুই ধরনের ফ্ল্যাশ আইসি দিয়ে তৈরি।
০১: MTK বা MIDEATEK আইসি
০২: SPD বা SPREDTRUM আইসি
আজকে আপনাদের শুধুমাত্র দেখাব  MTK বা MIDEATEK আইসি দিয়ে তৈরি মোবাইল কিভাবে ফ্ল্যাশ করবেন। আগামী টিউনে  SPD বা SPREDTRUM আইসি দিয়ে কিভাবে ফ্ল্যাশ করবেন তা নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও কয়েক ধরনের ফ্ল্যাশ আইসি আছে যা নিয়ে পরবর্তীতে নূতন কোন টিউনে আলোচনা করব।
আসুন জেনে নেই কিভাবে বুঝব এটা কি আইসি দিয়ে তৈরি- আমরা যদি গুগলে সেটের মডেল নাম্বার ও সাথে CPU বা CHIPSET শব্দটি যোগ করে সার্ছ করি তাহলেই দেখতে পাব মোবাইল টি মূলত কি আইসি দিয়ে তৈরি। (যেমনঃ Symphony W68 cpu বা Symphony W68 chipset)
আসুন আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নেই যেগুলো আসলে ফ্ল্যাশ করতে গেলে আমাদের কে জানতে হবে-
ফ্ল্যাশ বা  ফার্মওয়ার আপডেট কি ?
ফ্ল্যাশ হচ্ছে সম্পূর্ণ নূতন আরেকটি অপারেটিং সিস্টেম বা ফ্ল্যাশ ফাইল আপনার সেটে পুনরায় ইন্সটল করা যার ফলে আপনার সেট সম্পূর্ণ নূতনের মত হয়ে যাবে এবং ব্যাটারি লাইফ বেড়ে যাবে। এককথায় কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেয়ার মত।
কিভাবে বুঝবেন আপনার সেটে ফ্ল্যাশ করতে হবেঃ-
– যখন দেখবেন আপনার মোবাইলে সফটওয়ার সম্পর্কিত সমস্যা দেখা দিবে, অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দিবে, আপনার মোবাইলটি অনেক ধীরগতিতে কাজ করবে, বারে বারে রিস্টার্ট হবে, এপ্লিকেশন ঠিকমত কাজ করবে না, কিছু এপ্লিকেশন আনফরচুনেটলি এরর বা স্টপ হয়ে যাবে, পাওয়ার আসতে অনেক সময় নিবে বা পাওয়ার আসবে না, মোবাইলে ভাইরাস আক্রান্ত হলে ( যেমনঃ মাঙ্কি ভাইরাস, সেক্সি ভাইরাস বা অটো এপ্লিকেশন ডাওনলোড হওয়া) ইত্যাদি সমস্যার কারণে আপনার মোবাইল ফ্ল্যাশ করতে হবে।
প্রয়োজনীয় উপকরনঃ
০১: সমস্যা জনিত একটি মোবাইল ফোন  যাতে আপনি ফ্ল্যাশ করবেন।
০২: একটি ভাল মানের ইউএসবি কেবল।
০৩: ইউএসবি ড্রাইভার ডাওনলোড করুন এখান থেকে
০৪: ফ্ল্যাশ টুল (Sp flash tool) ডাওনলোড করুন এখান থেকে
০৫: মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাওনলোড করুন এখান থেকে
** ডাউনলোড করা সকল ফাইল গুলু  Winrar দিয়ে এক্সট্রাক্ট করে নিতে হবে।
** ফ্লাশ করার আগে মোবাইলে/ব্যাটারীতে ৫০-৬০%  চার্জ করে নিতে হবে।
এবার আসুন মুল কাজে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে কিভাবে আপনার  MTK বা MIDEATEK আইসি দিয়ে তৈরি মোবাইল ফ্ল্যাশ করবেন।

ফ্ল্যাশ করার পদ্ধতি:
ধাপ ০১: ড্রাইভার ফোন্ডার ওপেন করে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন।  ড্রাইভারটা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন। যদি আগে থেকেই আপনার পিসিতে ড্রাইভার ইন্সটল করা থাকে তবে আর নূতন করে ইন্সটল দিতে হবে না।
ধাপ ০২: এবার Sp Flash Tool ফোল্ডারে ঢুকুন। এইগুলো দেখতে পাবেন নিচের ছবির মত।
ধাপ ০৩: এখান থেকে সবুজ রঙের Flash tool ওপেন করুন।


 ধাপ ০৪: Flash Tool ওপেন হলে স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Download agent) ক্লিক করেন। একটি পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফ্ল্যাশ টুল ফোল্ডারের ভিতরে যান। MTK_AllInOne_DA লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।


ধাপ ০৫:এর ঠিক নিচে স্ক্রিনশট এ দেখানো যায়গায় (Scatter loading) ক্লিক করুন। একটি পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান।  এখানে এক বা একাধিক txt ফাইল পাবেন। এখন যেটাতে MT65xx_Android_scatter.txt লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।
.........................

নোট: পুরুটা দেখতে নিচের লিংকে ক্লিক করুন 

Click here