এই ব্লগে সন্ধান করুন

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

একাদশ শ্রেণীতে ভর্তির বিশেষ পরামর্শ ও গুরুত্বপূর্ণ তথ্যবলি

  গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

 ১। মোট কয়‌টি ক‌লে‌জে ভ‌র্তির জন্য অনলাই‌নে আ‌বেদন করা যা‌বে ?
উত্তর: ১০ টি । অ‌তি‌রিক্ত ফি দি‌য়ে আ‌রো ১০টি সহ মোট ২০টি । (বিগত বছরের ভর্তি পদ্ধতিতে)
২। কিভা‌বে বোর্ড মেধা তা‌লিকা তৈ‌রি কর‌বে ?
উত্তর: SSC পরীক্ষায় প্রাপ্ত GPA ও নাম্বা‌রের ভি‌ত্তি‌তে । প্রাপ্ত নাম্বার সমান হ‌লে গ‌ণিত,তারপর ইং‌রেজী অগ্রা‌ধিকার । (বিগত বছরের ভর্তি পদ্ধতিতে)
৩। আ‌বেদন করার সময় কি কি বিষয় খেয়াল রাখ‌তে হ‌বে ?
উত্তর: কোটা, জেন্ডার(MALE/­FEMALE), গ্রুপ,‌ ফোন নাম্বার, Shift(Day/Evening), কলেজের EIIN । এমন ফোন নম্বর দেয়া যা‌বে না যে‌টি নি‌জের নয় এবং রে‌জি‌স্ট্রেশন নেই ।
৪। পাসওয়ার্ড এর কাজ কি ?
উত্তর : অনলাইন আ‌বেদ‌নের পর প্রদত্ত ফোন নাম্বার ও পাসওয়ার্ড সংরক্ষণ কর‌তে হ‌বে । এ‌টি যে‌কোন সময় লাগ‌তে পা‌রে ।
৫। কয়‌টি ক‌লে‌জে ভ‌র্তির জন্য নির্বা‌চিত হ‌বো ?
উত্তর: এবছর ১ম মেধা তা‌লিকায় একজন শিক্ষার্থী‌কে এক‌টি ক‌লেজে ভ‌র্তির সু‌যোগ দেয়া হ‌বে(মে‌ডি‌কেল ক‌লে‌জ ভ‌র্তি পরীক্ষার ফলাফ‌লের মত) । তাই পছ‌ন্দের ক্রম সাজা‌নোর সময় নি‌জের জি‌পিএ অনুসা‌রে ক‌লেজের পছন্দক্রম দি‌তে হ‌বে । যেমন~ যারা SSC তে ২~৩ বিষয় মিস ক‌রে A+ পে‌য়ে‌ছে বা A+ পায়‌নি তারা পছ‌ন্দের তা‌লিকায় টপ(সরকারি) ক‌লেজগু‌লো না রাখায় ভালো । ত‌বে রি‌লিজ স্লি‌পের মাধ্য‌মে ২য় বার ভ‌র্তির সু‌যোগ নেয়া যা‌বে । ত‌বে এ‌ক্ষে‌ত্রে ভাল ক‌লেজে ভ‌র্তির সু‌যোগ পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ ।
৬। অনলাইন আ‌বেদ‌নের আ‌গে কি ক‌লে‌জে ভ‌র্তি হওয়া যা‌বে ??
উত্তর: যারা SSC তে 4.75এর নি‌চে GPA পা‌বে তারা দে‌রি না ক‌রে অনলাইন ফলাফ‌লের আ‌গে যেসব ক‌লে‌জে শিক্ষার্থী ভর্তি নেয় সেখা‌নে যোগা‌যোগ কর‌তে পা‌রেন। বিস্তারিত জানা যাবে ইনবক্স অথবা ফোন করে।
সাধারণত এ‌ক্ষে‌ত্রে অনলাইন প্র‌ক্রিয়ার কাজ ক‌লেজ কতৃপক্ষ নিজ দা‌য়ি‌ত্বে ক‌রে নেয়।
৭। কিছু কিছু ক‌লে‌জে না‌কি শুধু ভ‌র্তির সময় এবং ফরম ফিলা‌পের সময় ক‌লে‌জে গে‌লেই হয় ?
উত্তর: Yes. অ‌নেকগু‌লো বেসরকা‌রি ক‌লে‌জে এই অবস্থা বিরাজমান । সারা বছর একা‌ডে‌মিক সা‌র্ভিস নাই বল‌লেই চ‌লে । সুতরাং ভ‌র্তির সময় সাবধান থাক‌তে হ‌বে ।
৮। বেসরকা‌রি ক‌লে‌জে পড়ার সুবিধা কি ?
উত্তর: ক‌লেজ ফেক্টর নয়, যে কোন ক‌লেজ হ‌তে ভাল ফলাফল কর‌তে পারাটাই আসল। তাই যে ক‌লে
Credit: Al Mijan Chowdhury